খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড
  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

পূজারা-কোহলির ব্যাটে লড়ছে ভারত

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ইনিংসে ৭৮ রানে অলআউট, এরপর প্রতিপক্ষ রান তুলল ৪৩২। খেলা সেখানেই কার্যত শেষ হয়ে যাওয়ার কথা ভারতের জন্য। কিন্তু হেডিংলিতে তৃতীয় দিন শেষেও ‘শেষ’ হয়ে যায়নি, কারণ সফরকারীদের যে একজন চেতেশ্বর পূজারা আছেন! তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন বিরাট কোহলি। দু’জনের এই প্রতিরোধে ভর করেই ইংল্যান্ডকে এখন জবাব দিচ্ছে ভারত।

পুরো সিরিজেই তিনি পুরোপুরি ব্যর্থ। পূজারাকে ছাড়া ব্যাটিং অর্ডার সাজানোর চিন্তা করা উচিত কিনা ভারতের, সে প্রশ্নও উঠে আসছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাগ্যিস তার বিস্তৃতি কেবল ফেসবুক-টুইটারেই সীমাবদ্ধ ছিল, ভারতীয় নির্বাচকদের মগজ পর্যন্ত আসেনি। না হলে এমন প্রতিরোধের দেখা মিলত কোথায়?

ইংলিশ পেসারদের গতি-সুইং আর ছকে ব্যাটসম্যানকে বেধে ফেলা বোলিং সামলেছেন দারুণভাবে। তার আগে অবশ্য ভারতের লড়াইটাকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। তার ওপেনিং সঙ্গী লোকেশ রাহুল প্রথম সেশনের শেষ দিকে ব্যক্তিগত ৮ রানে বিদায় নেন। তবে পূজারাকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে গেছেন রোহিত।

ইনিংসের ৪৮তম ওভারে রোহিতও বিদায় নিলে দায়িত্বটা এসে পড়ে পূজারা-কোহলির কাঁধে। সেখান থেকে আর পা হড়কায়নি ভারত। সেই উইকেট দুটো হারিয়েই শেষ করেছে দিন। তাতে ভারতের ওপরও রানের বোঝাটা কমে নেমে এসেছে ১৩৯ রানে।

এর আগে দিনের শুরুতে ৪২৪ রান নিয়ে ব্যাট করতে নামা ইংল্যান্ড কেবল ৮ রানই যোগ করতে পারে নিজেদের ইনিংসে। ক্রেইগ ওভারটন শামির বলে বিদায় নেন। এরপর অলিভার রবিনসনকে বিদায় করে ইংলিশ ইনিংসের ইতি টানেন যশপ্রীত বুমরাহ। তাতে ৩৫৪ রানের লিড নিয়েই থামতে হয় ইংল্যান্ডকে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস ৭৮
ইংল্যান্ড প্রথম ইনিংস ৪৩২
ভারত দ্বিতীয় ইনিংস ২১৫/২ (রোহিত ৫৯, পূজারা ৯১, কোহলি ৪৫; রবিনসন ১-৪০, ওভারটন ১-৩৫)

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!