খুলনা, বাংলাদেশ | ১৫ কার্তিক, ১৪৩১ | ৩১ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫৪
  দ্রুতই সিটি করপোরেশন, জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভায় স্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হবে : স্থানীয় সরকার উপদেষ্টা
৪৩তম বিসিএস

পুলিশ ক্যাডারে দেশসেরা মাগুরার তারিক

গেজেট ডেস্ক

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের বাসিন্দা এমএম তারিক উল্লাহ ৪৩তম বিসিএসে পুলিশ ক্যাডারে দেশের মধ্যে প্রথম হয়েছেন। তারিক উপজেলা সদরের অধ্যক্ষ মৈমুর আলী মৃধার ছেলে।

মঙ্গলবার বিকালে ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে তরিকুল্লাহ সুপারিশপ্রাপ্ত হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তারিক উল্লাহর বাবা অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধা। তিনি পার্শ্ববর্তী নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এসএমএ আহাদ কলেজের অধ্যক্ষ। তার বাড়ি মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের ছোট কলমধারী হলেও উপজেলা সদরে বাস করেন। মা মোছা. হোসনেয়ারা পারভীন গৃহিণী। একমাত্র ছোট ভাই এমএম মুহিব উল্লাহও অত্যন্ত মেধাবী।

এমএম তারিক উল্লাহ মহম্মদপুর সদরের সরকারি আর এসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৫ পান। পরে তিনি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি লাভ করেন।

এমএম তারিক উল্লাহ জানান, তার স্বপ্ন ছিল পুলিশ অফিসার হওয়া। বিসিএসে তিনি প্রথম পছন্দ দেন পুলিশ ক্যাডার। তিনি পুলিশ অফিসার হয়ে দেশের সেবা করতে চান।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!