সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় ৪০ টি হারানো মোবাইল ফোন ফিরে পেয়েছে প্রকৃত মালিকরা। একই সাথে বিকাশ একাউন্টের ম্যাধমে খোয়া যাওয়া ৪৯ হাজার ৬০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশের এই বিশেষায়িত উইংটি।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত ৪০টি মোবাইল ফোন ও ৪৯ হাজার ৬০০ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) কনক কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মেবাইল ও নগদ টাকা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার)।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, জেলার পুলিশের বিশেষ শাখার (ডিআইওয়ান) রেজাউল ইসলাম রেজা, জেলা গোয়েন্দ শাখার ওসি বাবুল আক্তার, সাব ইন্সপেক্টর ওহিদ প্রমুখ।
এ সময় পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু সব সময় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। অনেক সময় অনেকে কষ্ট করে ১৫-২০ হাজার টাকা বা আরও দামী মোবাইল কিনে অসাবধানতার কারণে সেগুলা হারিয়ে বা চুরি হয়ে যায়। আমরা উদ্যোগ নিয়ে চেষ্টা করেছি সেগুলা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা ইতিমধ্যে দেড় কোটি টাকার বেশি মোবাইল ফোন, বিকাশ প্রতারনার মাধ্যমে নিয়ে নেওয়া টাকা ও বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছি।
খুলনা গেজেট/ এস আই