খুলনা, বাংলাদেশ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  শাহজালাল বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক, চলছে জিজ্ঞাসাবাদ
  ভারতের হায়দরাবাদে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, আট শিশুসহ নিহত ১৭

পুলিশের সহায়তায় ৫০টি মোবাইল ফোন ফিরে পেলেন মালিকরা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিল পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) পুলিশ সুপারের কনফারেন্স রুমে মোবাইল ফোন, নগদ ও বিকাশের প্রকৃত মালিকদের হাতে উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা তুলে দেন পুলিশ সুপার রওনক জাহান।

পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও লোকাল ইন্টেলিজেন্স কালেকশনের (এলআইসি) সহায়তায় এপ্রিল মাসে ৫০টি মোবাইল ফোন, চারটি ইমো আইডি, ১০টি হোয়াটসঅ্যাপ আইডি, নগদ ও বিকাশের ২ লাখ ৫৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া টেলিগ্রাম প্রতারক শনাক্তকরণ, মামলা দায়ের ও দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার রওনক জাহান বলেন, বর্তমান সময়ের প্রতারণার কৌশল এবং অপরাধীদের ক্রমবর্ধমান চতুরতার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ব্যক্তিগত ও একান্ত ছবি মোবাইলে সংরক্ষণ এবং বিভিন্ন মাধ্যমে প্রেরণের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। এ ধরনের ছবি আদান-প্রদান থেকে বিরত থাকতে হবে।

উল্লেখ্য, যশোর জেলা পুলিশ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে এবং ভুক্তভোগীদের সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!