খুলনা, বাংলাদেশ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  রাজধানীর মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ দগ্ধ ৩
  ভারতের ক্ষেপনাস্ত্র হামলায় পাকিস্তানের দুই শিশুসহ নিহত ৮ # পাকিস্তানের পাল্টা হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিহত ৩

পুলিশের বিপক্ষে কষ্টার্জিত জয়ে শীর্ষস্থান ধরে রাখল মোহামেডান

ক্রীড়া ডেস্ক

ঘরের মাঠে বাংলাদেশ পুলিশকে হারিয়ে প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরেছে মোহামেডান। কুমিল্লায় পুলিশকে ৩-১ গোলে হারিয়েছে সাদা-কালো জার্সিধারীরা। স্কোরলাইন দেখে মনে হতে পারে, দাপট দেখিয়ে পুলিশকে হারিয়েছে মোহামেডান। তবে জয়টা মোটেই সহজ ছিল না। পয়েন্ট টেবিলে ঢের পিছিয়ে থাকা পুলিশকে হারাতে বেশ ভালোই ঘাম ঝরাতে হয়েছে মোহামেডানকে।

প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে মোহামেডানকে লিড এনে দেন নাইজেরিয়ান ফুটবলার এমানুয়েল সানডে। তবে লিড বেশিক্ষণ টেকেনি। লিড পাওয়ার ১৩ মিনিট পরে প্রতিপক্ষকে পেনাল্টি দিয়ে বসে মোহামেডান। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি পুলিশের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো।

গোল হজমের পর খানিকটা খেই হারিয়ে ফেলে মোহামেডান। তবে ৮৬ মিনিটে আরেক পেনাল্টি তাদের খেলায় ফিরিয়ে আনে। মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতেকে বক্সের মধ্যে পেছন থেকে লাথি দিয়ে পেনাল্টি পাইয়ে দেন পুলিশের ডিফেন্ডার। স্পটকিক থেকে আবারও মোহামেডানকে লিড এনে দেন উজবেক মিডফিল্ডার মোজাফফরভ।

ম্যাচের শেষদিকে সমতায় ফেরার প্রাণপণ চেষ্টা করেছে পুলিশ। তবে হয়েছে উল্টো। পুলিশের আক্রমণের বিপরীতে প্রতি আক্রমণ করে গোল আদায় করে নেন এমানুয়েল সানডে। ৩-১ গোলের জয় নুইয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

ম্যাচ শেষের বাঁশি বাজার পর খানিকটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় মাঠে। দুই দলের বিদেশি ফুটবলারদের মধ্যে বাদানুবাদ থেকে ঝামেলার সূত্রপাত হয়। তবে খেলোয়াড়দের পাশাপাশি দর্শকরাও এরপর ঝামেলায় জড়িয়ে গেলে পরিস্থিতি আরও খারাপ হয়। তবে কেউ আহত হননি।

এই জয়ে ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল মোহামেডান। সমান ম্যাচে পুলিশ ১৯ পয়েন্টে পঞ্চম স্থানে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!