সরকারি চাকরিতে কোটা-ব্যবস্থা নিয়ে আন্দোলনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। একই কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অন্যদিক বিকেল সাড়ে ৩টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
জাহাঙ্গীরনগর শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা অবরোধ করেন। এ সময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দেন। অবরোধ করায় ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে আটকা পড়েছে দূরপাল্লার যানবাহন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে, শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রশাসন বাধা দিলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে পারেন। তারা সেটি না করে নিয়মিত সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করছেন। সড়ক ছেড়ে দিতে আমরা তাদের অনুরোধ করছি।’
অপদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাইমুম হোসেন বলেন, ‘পুলিশের পক্ষ থেকে মহাসড়ক অবরোধ করতে নিষেধ করা হয়েছিল। আমাদের সতর্ক করা হয়েছিল। কিন্তু পরে বিপুলসংখ্যক শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নিলে পুলিশ সরে যায়।’
বন্দর থানা পুলিশের ওসি আব্দুর রহমান মুকুল বলেন, ‘শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছেন। পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। পুলিশ কর্মসূচিতে কোনো বাধা সৃষ্টি করেনি।’
শিক্ষার্থীরা জানিয়েছেন, সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করে তারা আজকের কর্মসূচি শেষ করবেন।
খুলনা গেজেট/এএজে