বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস পুরুষ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ফাইনালে সিলেট জেলাকে ২-০তে হারিয়ে স্বর্ণ জিতল সেনাবাহিনী।
বুধবার (৭ এপ্রি) বিকেল সাড়ে তিনটায় কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিজয়ী দলটির হয়ে একটি করে গোল করেন ইমন ও সঞ্চয়।
এর আগে একই মাঠে দুপুর ১টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সাতক্ষীরা জেলাকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। পিয়াসের তিন গোল ছাড়াও মোরছালিন ও ফয়সাল দুটি করে গোল করেছেন। এছাড়া তৌহিদুলের কাছ থেকে এসেছে একটি গোল।
আগের দিন প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী ৩-১ গোলে বিকেএসপিকে হারিয়ে ফাইনালে জায়গা নেয়। সেনাবাহিনীর হয়ে কাওসার, মানিক ও সঞ্জয় একটি করে গোল করেন। বিকেএসপির একমাত্র গোলটি করেন তৌহিদুল।
বাংলদেশে গেমসে দুই গ্রুপে ভাগ হয়ে ১০টি দল পুরুষ ইভেন্টে অংশ নেয়।
দল গুলো হচ্ছে: ‘এ’ গ্রুপ নেত্রকোণা জেলা ,বাংলাদেশ আর্মি, সিলেট জেলা, পাবনা জেলা ও খুলনা জেলা। ‘বি’ গ্রুপে রয়েছে রংপুর জেলা, কুমিল্লা জেলা, কক্সবাজার জেলা, সাতক্ষীরা জেলা ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
খুলনা গেজেট/কেএম