খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  সোনারগাঁওয়ে টিস্যু গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
  আগামীতে সরকারের মেয়াদ হতে পারে চার বছর : আলজাজিরাকে ড. ইউনূস

পুনাক সভানেত্রীর পক্ষ থেকে বাংলাদেশে বসবাসরত অস্ট্রেলিয়ান নাগরিককে আর্থিক ও চিকিৎসা সহায়তা 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে বসবাসরত অসহায় অস্ট্রেলিয়ান নাগরিক মি. ম্যালকম আরনল্ড (৭৪) এর পাশে দাড়ালেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী জীশান মীর্জা।

ম্যালকম আরনল্ড বাংলাদেশী নাগরিক হালিমা বেগম (৪৮) এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর তিনি দীর্ঘ ১৮ বছর যাবৎ স্থায়ীভাবে খুলনা শহরে বসবাস করছেন।

বর্তমানে তিনি শারিরীকভাবে অসুস্থ হয়ে অসহায়ভাবে জীবন যাপন করছেন। তার অসুস্থতা ও অসহায়ত্বের বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন গত ২১ নভেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী জীশান মীর্জার দৃষ্টিগোচর হলে তিনি মি. ম্যালকম আরনল্ডের পাশে থেকে সার্বিক সহায়তা প্রদান করার প্রত্যয় ব্যক্ত করেন।

এর ধারাবাহিকতায় শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় জীশান মীর্জার পক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এসএম ফজলুর রহমান অসুস্থ অস্ট্রেলিয়ান নাগরিক ম্যালকম আরনল্ড কে দেখতে তাঁর সোনাডাঙ্গার মাদ্রাসা রোডের বাড়ীতে যান।

এ সময় ম্যালকম আরনল্ডের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন
ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এসএম ফজলুর রহমান। সেইসাথে চিকিৎসার ব্যবস্থাপত্র অনুযায়ী এক মাসের সকল ঔষধ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ্; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন; সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) আতিক আহমেদ চৌধুরী এবং অফিসার ইনচার্জ (সোনাডাঙ্গা মডেল থানা) মোঃ মম্ তাজুল হক।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!