খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
  গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ স্কুলছাত্র নিহত

পুঁজি ফিরলেও কমেছে লেনদেন

গেজেট ডেস্ক

বীমা খাতের পর এবার ব্যাংক খাতের শেয়ারের উত্থানের মধ্য দিয়ে ঈদ পরবর্তী দ্বিতীয় সপ্তাহ (২৩-২৭ মে) পার করেছে দেশের পুঁজিবাজার। ওই সপ্তাহে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুধবার (২৬ মে) সরকারি ছুটির কারণে পুঁজিবাজারে লেনদেন হয়েছে চার কার্যদিবস।

এর মধ্যে তিন কার্যদিবস সূচকের উত্থান হয়েছে। আর এক কার্যদিবস দরপতন হয়েছে। উত্থানের কারণে সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। শেয়ারের দাম বাড়ায় বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সাড়ে ১০ হাজার কোটি টাকা বেড়েছে।

এর আগের সপ্তাহেও আরও ২ হাজার কোটি টাকার পুঁজি ফিরেছে বিনিয়োগকারী। এই নিয়ে ঈদ পরবর্তী দুই সপ্তাহে ডিএসইর বিনিয়োগকারীদের প্রায় ১৩ হাজার কোটি টাকার পুঁজি ফিরল। পুঁজি ফিরলেও কমেছে লেনদেন। আগের সপ্তাহের তুলনায় লেনদেন কমেছে প্রায় ১ হাজার কোটি টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী ১২০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৮০০ বিনিয়োগকারী এখন বীমা এবং ব্যাংকের শেয়ারের বিনিয়োগ করেছেন। ফলে বিদায়ী সপ্তাহে বীমা কোম্পানির পর ব্যাংকের শেয়ার কেনার ধুম পড়ে। ফলে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারই ডিএসইর সূচক বেড়েছে ১০১ পয়েন্ট। তাতে বাজারে বিনিয়োগকারীদের আস্থা আরও বেড়েছে।

ডিএসইর তথ্য মতে, বিদায়ী সপ্তাহে ডিএসইতে চার দিনে মোট লেনদেন হয়েছে ৭ হাজার ৬৮৩ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ১১৫ টাকা। আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ হাজার ৪২৪ কোটি ৪৬ লাখ ২৩ হাজার ৬৪০ টাকা। গত সপ্তাহের চেয়ে লেনদেন কমেছে প্রায় ১ হাজার কোটি টাকা বা ৮ শতাংশ।

বিদায়ী সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৭টির, কমেছে ৯২টির আর অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার দর। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছিল ১৬৯টির, কমেছিল ১৪৯টির, অপরিবর্তিত ছিল ৫৩ কোম্পানির শেয়ার দাম।

এতে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ১৭২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক আগের সপ্তাহের চেয়ে ১২ দশমিক ২০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক১১ পয়েন্টে বেড়েছে।

বেশির ভাগ শেয়ারের দাম ও প্রধান সূচক বাড়ায় ডিএসইতে বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীদের পুঁজি বা বাজার মূলধন ১০ হাজার ৪৫১ কোটি ৪০ লাখ ৬২ হাজার ২০৫টাকা বেড়ে ৫ লাখ ২ হাজার ৭৪৩ কোটি ৫০লাখ ২৭ হাজার ৭৪৭ টাকায় দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহে ২ হাজার ৩৫১ কোটি ৫৫ লাখ ৮১ হাজার ৮৩২ টাকা বেড়ে ৪ লাখ ৯২ হাজার ২৯২ কোটি ৯ লাখ ৬৫ হাজার ৫৪২ টাকায় দাঁড়িয়েছিল।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ার শীর্ষে ছিল, সালভো কেমিক্যাল,গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স,নদার্ন ইসলামী ইনস্যুরেন্স, এবি ব্যাংক, আমান ফিড, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, কাট্টালি টেক্সটাইল, জিএসপি ফাইন্যান্স, রিলায়েন্স ইনস্যুরেন্স এবং আমান কটন ফাইবার্স লিমিটেড।

লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে : বেক্সিমকো লিমিটেড, প্রাইম ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, পাইওনিয়ার ইনস্যুরেন্স, সাইফ পাওয়ার, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, আইএফআইসি ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস এবং ন্যাশনাল ফিড মিলস লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ১১ হাজার ৯৪৪ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৭৩ কোটি ৮৬ লাখ ১৪ হাজার ৪৬৭ টাকা। অর্থাৎ আগের সপ্তাহের চেয়ে লেনদেন কম হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৪টির, কমেছে ৯০টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের দাম। এতে সিএসইর প্রধান সূচক ৫১০ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৩৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!