পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আর্থিক মডেল নিয়ে সন্তুষ্ট নয় টুর্নামেন্টের কোনো ফ্র্যাঞ্চাইজি। এই মডেল পরিবর্তন করতে আইনি পথে হেঁটেছে তারা। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে ছয় দল।
ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবি, পিএসএলের আর্থিক এই মডেলে পিসিবি লাভবান হচ্ছে। কিন্তু প্রতি মৌসুমেই লোকসান গুণতে হচ্ছে তাদের। দীর্ঘদিন ধরেই পিসিবির সঙ্গে এনিয়ে চলছে বিরোধ। অবশেষে আদালতে যেতে বাধ্য হয়েছে তারা।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে বলেছে, লাহোর হাই কোর্টে মামলা করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
পিএসএলের স্থানীয় সম্প্রচারসত্ত্ব নিয়ে ব্লিটসের সঙ্গে ঝামেলায় জড়িয়েছে পিসিবি। আর্থিক দ্বন্দ্বে পিসিবির বিরুদ্ধে অবস্থান নিয়ে কদিন আগে আদালতে যেতে বাধ্য হয়েছিল তারাও।
খুলনা গেজেট/এএমআর