খুলনা, বাংলাদেশ | ১৯ আশ্বিন, ১৪৩১ | ৪ অক্টোবর, ২০২৪

Breaking News

  যুক্তরাষ্ট্রে ২ লাখ ডলার লবিস্ট নিয়োগ করেছেন সজীব ওয়াজেদ জয়, আ. লীগের পক্ষে বাংলাদেশের পরিস্থিতি মার্কিন নীতি নির্ধারকদের জানাবেন তারা
  নেপাল থেকে ভারতের মাধ্যমে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবারাহের চুক্তি
  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২২

‘পিটার হাস কোথায় গেছেন, তা সরকার জানে’

গেজেট ডেস্ক

ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কোথায় গেছেন, সেটা সরকার জানে। কিন্তু ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতার কারণে তিনি এখন কোথায় কোন অবস্থায় রয়েছেন সেই তথ্য সরকার প্রকাশ করতে পারে না। এ নিয়ে কারও জানার আগ্রহ থাকলে দূতাবাসে যোগাযোগের পরামর্শ দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন।

মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সেহেলী সাবরিন বলেন, রাষ্ট্রদূত পিটার হাস ছুটিতে যাওয়ার আগে আমাদের লিখিতভাবে বিস্তারিত জানিয়েছেন। তার অবর্তমানে কে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসাবে দায়িত্ব পালন করবেন সেটাও জানিয়েছেন। কিন্তু তিনি কোথায় গেছেন, কবে ফিরবেন তা সরকার পাবলিক করতে পারে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশে যেসব বিদেশি রাষ্ট্রদূত আছেন, তাঁরা যখন স্টেশন ত্যাগ করেন, তা কূটনৈতিক পত্রের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান। এটা তাদের হেডকোয়ার্টারের অনুমতি সাপেক্ষেই হয়। আবার বাংলাদেশের রাষ্ট্রদূতেরাও যখন ছুটিতে কিংবা দাপ্তরিক কাজে স্টেশন ত্যাগ করেন, তখন একইভাবে ঢাকার অনুমতি নেন এবং হোস্ট কান্ট্রিকে অবহিত করেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বৃহস্পতিবার দুপুরে শ্রীলঙ্কা এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান।

৮ দিন ছুটি কাটিয়ে তিনি ঢাকা ফিরবেন বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!