খুলনা, বাংলাদেশ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ইউক্রেনে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
  কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু, কিশোরগঞ্জে ৩ জন
  সারা দেশে হয়রানিমূলক ও মিথ্যা মামলা হচ্ছে, যা ঠিক নয়: আইন উপদেষ্টা
  ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে পিএসসির প্রজ্ঞাপন

পিএসসি সংস্কার আন্দোলনে খুবি শিক্ষার্থীদের সংহতি প্রকাশ

গেজেট ডেস্ক

চলমান পিএসসি সংস্কার ও প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ন্যায়সংগত আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্যাডে রিলিজটি প্রকাশ করে শিক্ষার্থীরা এ সংহতি জানান।

প্রেস রিলিজে বলা হয়, পিএসসি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনকারীদের উত্থাপিত ৮ দফা দাবি সময়োপযোগী ও যৌক্তিক।

এতে আরও উল্লেখ করা হয়, প্রশ্নফাঁসসহ যেকোনো ধরনের দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে অনশনে থাকা আন্দোলনকারীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সংহতি প্রকাশ করে বলেন, তারা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং যৌক্তিক এই আন্দোলনের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

রিলিজে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে পিএসসিকে একটি শিক্ষার্থীবান্ধব, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে উত্থাপিত ৮ দফা দাবি পূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।

প্রেস রিলিজটি খুলনা বিশ্ববিদ্যালয়ের “সাধারণ শিক্ষার্থীবৃন্দ”-এর পক্ষ থেকে প্রকাশ করা হয়।

খুলনা গেজেট/হিমালয়/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!