আওয়ামী লীগ-বিএনপি এবং ছাত্রলীগ-বিএনপি’র ডাকা পাল্টাপাল্টি কর্মসূচিতে দেশের দু’জায়গায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। পটুয়াখালীর দুমকি উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে এবং ফেনীর পরশুরামে একই স্থানে বিএনপি ও ছাত্রলীগ বিক্ষোভ সমাবেশ ডাকায় এই ১৪৪ ধারা জারি করা হয়।
মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি অব্যাহত থাকবে।
পটুয়াখালীর দুমকি উপজেলার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগ ও বিএনপি একই সময় একই স্থানে সভা ডাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে ইউএনও উপজেলায় মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন।
বিএনপি কেন্দ্র ঘোষিত তিন দিনের কর্মসূচিতে বিক্ষোভ সমাবেশের আহবান করার পর উপজেলা আওয়ামী লীগ একই স্থানে পাল্টা সমাবেশ আহবান করে। এই প্রেক্ষাপটে ইউএনও আজ সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।
অপরদিকে ফেনীর পরশুরামে একই স্থানে বিএনপি ও ছাত্রলীগ বিক্ষোভ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উপজেলা বাজারের স্টেশন রোডে এ কর্মসূচি ডাকায় মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিএনপি ও ছাত্রলীগ একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ডাকায় উপজেলা পরিষদ ও আশপাশের এলাকায় এ ধারা জারি থাকবে।’
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা বিএনপির পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ছাত্রলীগ সেই আয়োজন ভেস্তে দিতে একই সময় একই স্থানে পাল্টা কর্মসূচির ডাক দেয়।’
উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী বলেন, ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মঙ্গলবার সকাল ৯টায় স্টেশন রোডে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল। আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। প্রশাসন নিষেধ করলে আমরা কর্মসূচি পালন করব না।’
এর আগে সোমবার (২২ আগস্ট) সন্ধ্যার পর উপজেলা ছাত্রলীগের নেতারা বাজারে মহড়া দেয়। রাত ৯টার পর পরশুরাম বাজারের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
খুলনা গেজেট/এমএনএস