সংঘাত থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ৩৩০ জন নাগরিককে আজ বৃহস্পতিবার ফেরত পাঠানো হচ্ছে। আজ সকাল ৮টায় এ প্রক্রিয়া শুরু হবে। ওই ৩৩০ জনের মধ্যে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা, কাস্টমস সদস্য ছাড়াও বেসামরিক নাগরিক রয়েছেন।
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম সাংবাদিকদের জানান, ওই ৩৩০ সদস্যকে আজ সকালে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হবে।
কক্সবাজারের উখিয়ার ইনানীর বঙ্গোপসাগর উপকূলের নৌবাহিনীর জেটি ঘাট দিয়ে তাঁদের মিয়ানমারে পাঠানো হবে।
এদিকে আজ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বসছে বান্দরবানের ঘুমধুম সীমান্ত এলাকার ৪৬১ পরীক্ষার্থী। নিরাপত্তার কারণে ঘুমধুম উচ্চ বিদ্যালয় থেকে স্থানান্তরিত ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তারা পরীক্ষা দেবে।
বান্দরবানের ঘুমধুম উচ্চ বিদ্যালয় ভবন থেকে আশ্রিত সব শেষ ১৫৮ জনকে মিয়ানমারে ফেরত পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বিভিন্ন সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী আরাকান আর্মির হামলার পরিপ্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারি থেকে পরবর্তী কয়েক দিনে ওই ৩৩০ সদস্য প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেন। বাংলাদেশে প্রবেশের আগে তাঁরা বিজিবির কাছে অস্ত্র জমা দেন। বাংলাদেশে প্রবেশের সময় তাঁদের অনেকেই আহত ছিলেন। তাঁদের বিজিবির অধীনে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ গভীর সাগরে আসবে। এরপর ইনানীতে নৌবাহিনীর জেটি থেকে আলাদা নৌযানে করে তাঁদের মিয়ানমারের জাহাজে পৌঁছে দেওয়া হবে।