কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ফের রিমান্ডে নিতে আবেদন করেছে ডিবি।
মঙ্গলবার (৩০ জুলাই) এই মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।
বর্তমানে পার্থকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে। এ দিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আবার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ বিষয়ে কিছুক্ষণের মধ্যে শুনানি অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/এমএম