খুলনা, বাংলাদেশ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ ও খুলনা-১ সাবেক সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে দুদকের মামলা
  ১১৮ বারের মত পেছালো সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
  প্লট বরাদ্দে দুর্নীতি : হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

পারিশ্রমিক ইস্যুতে ডিপিএলের অনুশীলন বয়কটের গুঞ্জন

ক্রীড়া প্রতিবেদক

আজ মিরপুরে জিম সেশনের পর অনুশীলনও করার কথা ছিল পারটেক্স স্পোর্টিং ক্লাবের। কিন্তু সাব্বির রহমানেরা অনুশীলন করেননি। জানা যায়, পারিশ্রমিক না পাওয়ার কারণে তারা অনুশীলন বয়কট করেছে। যদিও ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়েরা ঠিক সময়ে টাকা পেয়ে যাবে।

যা একটু ঝামেলা হয়েছিল, তা মিটে গেছে বলে জানিয়েছে ক্লাবটির কর্মকর্তা সাজ্জাদ হোসেন। অনুশীলন বয়কটের ব্যাপারটি খোলাশা করে তিনি বলেছেন, ‘অনুশীলন বর্জন কিছু হয়নি। গরমের কারণে শুধু জিম করেছে। টাকা পয়সার যে বিষয়টি আমরা তো ভালো করতে পারেনি। তাদের ৬০% পেমেন্ট পরিশোধ করা হয়েছে। বাকিটাও দ্রুত করা হবে। এটা নিয়ে তারা হয়তো ভাবছে, তবে এটা ক্লিয়ার হয়ে যাবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক ক্লাবটির একজন ক্রিকেটার জানিয়েছেন, তারা এখনও চুক্তির অর্ধেক টাকাও পায়নি। কেউ কেউ এক টাকাও পায়নি। বিদ্রোহী ক্রিকেটাররা পাওনা না পেলে ম্যাচ বয়কটের ব্যাপারেও ভাবছে। তবে পারটেক্স কর্মকর্তা সাজ্জাদ বলেছেন, গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে কাল খেলোয়াড়েরা মাঠে নামবে। সমস্যা মিটে গেছে।

এবারের ডিপিএলের সুবিধাজনক অবস্থানে নেই পারটেক্স। ১২ দলের টুর্নামেন্টে ৯ রাউন্ড শেষে মাত্র ২ জয়ে টেবিলের ১১ নম্বরে রয়েছে তারা। এখনো রেলিগেশনের শঙ্কা কাটাতে পারেনি। এর মধ্যে পারিশ্রমিক ইস্যু সামনে এসেছে।

এর আগে, গত বিপিএলে পারিশ্রমিক ইস্যু প্রকট হয়েছিল। দুর্বার রাজশাহীর মালিক মিজানুর রহমানের নানা কাণ্ডে পাওনা বিতর্ক চরমে উঠেছিল। অনুশীলন বয়কট করেছিল ক্রিকেটার, ম্যাচ খেলেনি বিদেশিরা, হোটেলে খেলোয়াড়দের আটকা পড়া থেকে মিজানুরের পুলিশি হেফাজতে যাওয়ার মতো ঘটনা ঘটেছিল। চিটাগং কিংসও পারিশ্রমিক ইস্যুতে শিরোনাম হয়েছিল। এবার পাওনা না মেটানোর পুরোনো সেই রোগ ডিপিএলেও।

খুলনা গেজেট/জেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!