ঊরুর ইনজুরির কারণে লিটন দাসকে নিয়ে শঙ্কা ছিল। চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ খেলতে পারেননি। শঙ্কা ছিল একই কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুর কয়েকটি ম্যাচে তার খেলা নিয়ে। সোমবার জানা যায়, পারিবারিক কারণে অজিদের বিপক্ষে ঘরের মাঠে এই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারবেন না লিটন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, পারিবারিক কারণে দলের সঙ্গে ২৮ তারিখ না ফিরে ২৬ তারিখ রাতেই ঢাকার উদ্দেশে জিম্বাবুয়ে ছেড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। যেহেতু জৈব সুরক্ষা বলয়ের বাইরে বের হয়ে গেছেন লিটন, সেহেতু অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে তার খেলার আর কোনও সুযোগ নেই।
দেশজুড়ে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। করোনাভাইরাস মহামারির মধ্যে ডেঙ্গুজ্বরে ভুগছেন লিটনের শ্বশুর। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ধীরে ধীরে রক্তের প্ল্যাটিলেটের সংখ্যা কমে যাওয়ায় কোনও ঝুঁকি না নিয়ে শ্বশুরের পাশে থাকতে দেশে ফিরে আসছেন লিটন। আজই (মঙ্গলবার) বাংলাদেশে এসে পৌঁছাবেন তিনি।
জিম্বাবুয়ে সফর শেষ করে দলের বাকি সদস্যদের সঙ্গে লিটনের দেশে ফেরার কথা ছিল আগামী ২৮ জুলাই। সে হিসেবে ২৯ জুলাই ঢাকায় পা রেখে অস্ট্রেলিয়া সিরিজের জন্য সোজা হোটেলে ওঠার কথা ছিল লিটনের। তবে সেটি আর হচ্ছে না।
এজন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে খেলতে পারবেন না লিটন। কারণ, অজিদের শর্ত অনুযায়ী জৈব সুরক্ষা বলয়ের বাইরে থেকে বলয়ের মধ্যে ঢুকতে গেলে আগে ১০ দিনের কোয়ারেন্টাইন প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। যে কারণে দেশে থেকেও অস্ট্রেলিয়া সিরিজ খেলতে পারছেন না মুশফিকুর রহিম।
খুলনা গেজেট/ টি আই