বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল কর্মি ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নড়াইল ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনি, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন গাজী,সদস্য সচিব নাহিদ হাসান পিয়ার, ছাত্রদলের নড়াইল ভিক্টোরিয়া কলেজ শাখার আহবায়ক আরিফ হাসান, সদস্য সচিব হামিদুল হক তনু প্রমূখ।
এদিন, লোহাগড়া উপজেলা ছাত্রদলের আয়োজনে বেলা সাড়ে ১১ টায় মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে লোহাগড়া সরকারি কলেজ প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গিয়াসউদ্দিন জুয়েল, সদস্য সচিব মাহবুবুর রহমান রাজ, কলেজ ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন, সদস্য সচিব হাবিবুর রহমান হৃদয় প্রমূখ।
এসময় জেলা, উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা ছাত্রদল নেতা জাহিদুল হাসান পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার,দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানান।
খুলনা গেজেট/ টিএ