খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  সোনারগাঁওয়ে টিস্যু গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
  আগামীতে সরকারের মেয়াদ হতে পারে চার বছর : আলজাজিরাকে ড. ইউনূস

পারভেজ মোশাররফের অঙ্গ-প্রত্যঙ্গ বিকল, গুরুতর অসুস্থ

আন্তর্জা‌তিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মৃত্যুর গুজব উড়িয়ে তাঁর পরিবার টুইটারে বিবৃতি দিয়েছে। সাবেক এ সেনাশাসক ভেন্টিলেশনে নেই বলে পারিবারিক বিবৃতিতে জানানো হয়েছে। তবে, মোশাররফ যে গুরুতর অসুস্থ এবং বেশ কিছু দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়। খবর দ্য ডন-এর।

সামাজিক যোগাযোগমাধ্যমে পারভেজ মোশাররফের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর শুক্রবার তাঁর পরিবারের পক্ষ টুইটারে বিবৃতি দিয়ে দাবি করা হয়, ‘তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়নি। তিনি অ্যামিলয়ডোসিস রোগে আক্রান্ত। শারীরিক জটিলতার কারণে তিন সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। (তিনি) কঠিন এক পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন, যে অবস্থা থেকে সেরে ওঠা সম্ভব নয়। এবং তাঁর অঙ্গপ্রত্যঙ্গগুলো ঠিকমতো কাজ করছে না। তিনি যেন একটু স্বস্তি পান, সবাই দোয়া করবেন।’

মোশাররফের পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানোর পর মোশাররফ-ঘনিষ্ঠ তথা পাকিস্তানের সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফওয়াদ চৌধরি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বলেন, ‘একটু আগে মোশাররফের ছেলে বিলালের সঙ্গে কথা হলো। তাঁরা সবাই এখন দুবাইয়ে। সাবেক প্রেসিডেন্টের অবস্থা অত্যন্ত সংকটজনক। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।’

পারভেজ মোশাররফের জন্ম অবিভক্ত ভারতের দিল্লিতে ১৯৪৩ সালে। দেশভাগের পরে তাঁর পরিবার পাকিস্তানে চলে যায়। ১৯৯৮ সালের অক্টোবরে মোশাররফের নাম সেনাপ্রধান পদের জন্য সুপারিশ করেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সে সময়ে সেনাবাহিনীতে মোশাররফের খুব কর্তৃত্ব ছিল। একপর্যায়ে নওয়াজ শরিফের সঙ্গে মোশাররফের বিরোধ শুরু হয়। এরপর পাকিস্তানের ক্ষমতা দখল করে সে দেশের সেনাবাহিনী। জারি হয় জরুরি অবস্থা। নওয়াজ শরিফকে সৌদি আরবে ‘স্বেচ্ছা নির্বাসনে’ পাঠিয়ে দেন মোশাররফ।

২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে ছিলেন পারভেজ মোশাররফ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়ে ২০০২ সালে সাধারণ নির্বাচনে মত দেন তিনি। দেশে ‘গণতন্ত্র ফিরিয়ে আনার’ জন্য পশ্চিমা দুনিয়ার সুনজরে পড়েন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ জুনিয়রের ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে’র অন্যতম ‘অংশীদার’ ছিলেন তিনি।

তবে, ২০০৬-এর শেষ থেকে নিজ দেশের বিচার বিভাগের সঙ্গে মতবিরোধে জড়িয়ে জনপ্রিয়তা হারাতে থাকেন মোশাররফ। শেষ পর্যন্ত ২০০৭ সালের ২৮ নভেম্বর সেনাপ্রধানের পদ থেকে ইস্তফা দেন মোশাররফ। গদি বাঁচাতে পাকিস্তানে পুনরায় জরুরি অবস্থা জারি করেন। কিন্তু, এবার আর জনগণের সমর্থন পাননি। ২০০৮ সালের ১৮ আগস্ট প্রেসিডেন্ট পদ থেকেও ইস্তফা দেন মোশাররফ।

২০০৮ সালে যুক্তরাজ্যে চলে গিয়েছিলেন মোশাররফ। ২০১৩ সালে নির্বাচন লড়তে পাকিস্তানে ফিরলেও বিশ্বাসঘাতকতার মামলায় গ্রেপ্তার হন মোশাররফ। নিজের ফার্মহাউসেই গৃহবন্দি করে রাখা হয় তাঁকে। চিকিৎসার জন্য ২০১৬ সালে তাঁকে দুবাই যাওয়ার অনুমতি দেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। সে বছর মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন তিনি। এরই মধ্যে অবশ্য সাবেক এই প্রেসিডেন্টকে ‘পলাতক’ ঘোষণা করেছে ইসলামাবাদ। দেশদ্রোহের অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। সে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে যদি মোশাররফের মৃত্যু হয়, তা হলে তাঁর মরদেহ ইসলামাবাদের ডি-চকে ঝুলিয়ে রাখা হবে বলে রায় দিয়েছিলেন পাকিস্তানের সন্ত্রাস-দমন আদালত।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!