পাপুলের স্ত্রী-মেয়েকে ২৮ ডিসেম্বরে মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার এমপি পাপুলের স্ত্রী ও তার মেয়ে বিচারিক আদালতে আত্মসমর্পণের সময় চেয়ে হাইকোর্টে আবেদন করেন। গত ১০ ডিসেম্বর তাদের ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট। অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচারের অভিযোগ রয়েছে কুয়েতে আটক লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুল, তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামের বিরুদ্ধে।
গত ২৬শে নভেম্বর পাপুলের স্ত্রী ও মেয়ে হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন।
এর আগে, গত ১১ই নভেম্বর দুই কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে পাপুল ও তার স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক।