বাংলাদেশ জুট এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা, প্রবীন পাট রপ্তানী কারক লুৎফর রহমান মন্ডল( ৭৬) চিকিৎসাধীন অবস্থায় আজ ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আগামীকাল শনিবার বাদ জোহর খুলনা দৌলতপুর মহাসিন স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।
লুৎফর রহমান মন্ডল করোনা পজিটিভ নিয়ে গত ২৩ জুলাই থেকে ঢাকা স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসায় ছিলেন। আজ দুপুরে তিনি না ফেরার দেশে চলে যান। তিনি বগুড়ায় বিখ্যাত মন্ডল পরিবারের সন্তান। পাট রপ্তানী কারক হিসেবে তদানিন্তন পাকিস্তান আমলে খুলনার দৌলতপুর আছেন। পরবর্তীতে দিঘলিয়া উপজেলার জুট টেক্সটাইল মিল প্রতিষ্ঠা করেন এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মরুহুমের জেষ্ঠ্য পুত্র রুহুল আমিন রিকো প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।
খুলনা গেজেট/ টি আই