মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ফেরি ঘাটে আমানত শাহ নামে একটি রো রো ফেরি ডুবে গেছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান।
তিনি বলেন, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়া ঘাটের ৫ নম্বর ফেরিঘাটে এটি নোঙর করে। ফেরি থেকে দুই-থেকে তিনটি যানবাহন নামার পরপরই এটি ডুবে যায়।
এ ঘটনায় ফেরির আরোহীরা কেউ নিখোঁজ আছেন কি না তা তিনি নিশ্চিত করেননি। জানা গেছে, ডুবে যাওয়ার সময় ফেরিতে ১৭টি ট্রাক ছিল।
এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম জানান, তিনি খুলনা থেকে ঢাকায় ফিরছিলেন। তিনি যেই ফেরিতে ছিলেন, সেটি থেকে কিছু দূরে ছিল শাহ আমানত ফেরিটি। মাঝ নদীতে পৌঁছালে পদ্মার স্রোত বেড়ে যায়। সে সময় তিনি দেখেন পেছনের ওই ফেরিটি কাত হয়ে পানিতে তলিয়ে যায়।
খুলনা গেজেট/এনএম