খুলনা, বাংলাদেশ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সিরাজগঞ্জের কুঠিরচরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
  বাংলাদেশে দেখা গেছে জিলহজের চাঁদ, পবিত্র ঈদুল আজহা ৭ জুন
  ৭৫ শতাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারিয়েও নির্বাচন আয়োজনের পথে মিয়ানমারের জান্তা
  সব মামলা থেকে দণ্ড ও সাজা মুক্ত হলেন তারেক রহমান
  চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আহত-স্টাফ সংঘর্ষ, সেবা বন্ধ

পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি আজ

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে অনাকাঙ্খিত বিরতির পর পাকিস্তান ও ইংল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিলো টি-টোয়েন্টি ক্রিকেট। তবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির রোমাঞ্চে জল ঢেলে দিয়েছে বৃষ্টি। ইনজুরিতে পড়া জেসন রয়ের বদলে খেলতে নামা টম ব্যান্টনের বিস্ফোরক ব্যাটিংয়ের পর বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় ইংল্যান্ড ও পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। আজ রবিবার একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে তারা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে ওল্ড ট্রাফোডে ম্যাচটি শুরু হবে।

সিরিজটা এখন কার্যত দুই ম্যাচের। মঙ্গলবার ফয়সালার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। তার আগে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এগিয়ে থাকার লড়াই। প্রধম টি-টোয়েন্টিতে ২১ বছর বয়সী ব্যাটসম্যান টম ব্যান্টনের ৪২ বলে ৭১ রান তোলার পর ১৬.১ ওভারে ইংল্যান্ড ৬ উইকেটে ১৩১ রান করে। এরপরই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। তরুণ এই ব্যাটসম্যানের দাপুটে ব্যাটিংয়ে আস্থা পাচ্ছে স্বাগতিকরা। সাথে ঘরের মাঠের বাড়তি আত্মবিশ^াসও সঙ্গী তাদের। অপরদিকে মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, বাবার আজম, মোহাম্মদ আমির, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিমদের নিয়ে গড়া টি২০তে অত্যন্ত ব্যালেন্স পাকিস্তান আজ কেমন করে সেটিই দেখার অপেক্ষা।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!