পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
আইএস পরিচালিত আমাক ওয়েবসাইটে শুক্রবার হামলার দায় স্বীকার করে গোষ্ঠীটি বিবৃতি দিয়েছে বলে জানিয়েছে টিআরটি।
শুক্রবারের বিস্ফোরণে নিহত হন ৫৭ জন ও আহত হয়েছেন কমপক্ষে ১৯৪ জন। পেশোয়ারের কোচা রিসালদারে মসজিদের ভেতর এ হামলা হয়।
পুলিশ কর্মকর্তা ওয়াহেদ খান জানান, শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য মুসল্লিরা মসজিদে জড়ো হচ্ছিলেন। ঠিক এই সময় হামলা হয়।
ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) ইজাজ আহসান জানান, হামলাকারী ছিলেন দুজন। তাদের মধ্যে একজন ছিলেন আত্মঘাতী।
তিনি জানান, দুই হামলাকারী নগরীর কিসা খোয়ানি বাজারের মসজিদটিতে প্রবেশের চেষ্টা করেন। পাহারায় থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালান তারা। পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হন। অন্যজন দৌড়ে মসজিদের ভেতর প্রবেশ করে বোমার বিস্ফোরণ ঘটায়।
হামলায় এক পুলিশ সদস্য নিহত ও অপরজন আহত হয়েছেন বলে জানান তিনি।
খুলনা গেজেট/ এস আই