খুলনা, বাংলাদেশ | ১১ ফাল্গুন, ১৪৩১ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির সম্মেলন সম্মেলন আজ

পাকিস্তানকে হারিয়ে সেমির পথে ভারত

ক্রীড়া প্রতিবেদক

ভারত-পাকিস্তানের মাঠের লড়াই এখন যেন কেবলই অতীত! সাম্প্রতিক সময়ে দুই দলের মুখোমুখি লড়াইয়ে মাঠের বাইরে যতটা উত্তেজনা দেখা যায়, মাঠের ভেতরে তার ছিটেফোঁটাও পাওয়া যায় না। ভারতের একচ্ছত্র আধিপত্যের কাছে যেন অসহায় আত্মসমর্পণ পাকিস্তানের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের দেখায়ও চিত্রটা বদলায়নি। ৪৫ বল হাতে রেখে পাকিস্তানকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে ভারত। এই জয়ে সেমিতে এক পা দিয়ে রাখল রোহিত শর্মার দল। অন্যদিকে কাগজে-কলমে টিকে থাকলেও বিদায়ের পথেই পাকিস্তান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুবাইতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছেন সৌদ শাকিল। জবাবে খেলতে নেমে ৪২ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। অপরাজিত সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি।

২৪২ রানের লক্ষ্য তাড়ায় উড়ন্ত শুরু করে ভারত। বিশেষ করে রোহিত শর্মা। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। তবে ১৫ বলে ২০ রানের বেশি করতে পারেননি ভারত অধিনায়ক। আরেক ওপেনার শুবমান গিলও একই মেজাজে ব্যাটিং করেছেন। তার ব্যাট থেকে এসেছে ৫২ বলে ৪৬ রান।

তিনে নেমে এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন বিরাট কোহলি। পেয়েছেন সেঞ্চুরির দেখা। ইনিংসের শেষ বলে বাউন্ডারি মেরে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। ১১১ বল খেলে ১০০ রানে অপরাজিত ছিলেন এই টপ অর্ডার ব্যাটার। তাছাড়া শ্রেয়াস আইয়ার করেছেন ৬৭ বলে ৫৬ রান।

এর আগে নতুন বলে ভারতের পেস সামলে পাকিস্তানকে ভালো শুরু এনে দেন বাবর আজম। অভিজ্ঞ এই ব্যাটারের এমন শুরুতে বড় ইনিংসের আভাস পাওয়া যাচ্ছিল। তবে হঠাৎই যেন তার ছন্দপতন। ইনিংসের নবম ওভারে হার্দিক পান্ডিয়ার সুইয়ে পরাস্ত হন। তার ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে লোকেশ রাহুলের গ্লাভসে। ২৩ রান করে বাবর ফেরায় ভাঙে ৪৭ রানের উদ্বোধনী জুটি।

বাবর সাজঘরে ফেরার পর আর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার ইমাম। দেখে-শুনে খেলতে থাকা ইমাম নিজের বিপদ নিজেই ডেকে আনেন। ১০ ওভারের দ্বিতীয় বলে মিড অনের দিকে পুশ করেই দৌড় শুরু করেন, কিন্তু ক্রিজে পৌঁছানোর আগেই মিড অনে দাঁড়িয়ে থাকা অক্ষর প্যাটেল সরাসরি থ্রুতে স্টাম্প ভাঙেন।

৪৭ রানে দুই উইকেট হারানোর পর ১০৪ রানের জুটি গড়েন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। তাতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ৪৬ রান করে রিজওয়ান ফিরলে ভাঙে সেই জুটি। পাকিস্তান অধিনায়ক ফিফটি হাতছাড়া করলেও এই মাইলফলক ছুঁয়েছেন শাকিল।

ফিফটির পর গিয়ার পরিবর্তন করেন শাকিল। দ্রুত রান তোলার চেষ্টায় ব্যর্থ হয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। ৭৬ বলে ৬২ রান এসেছে তার ব্যাট থেকে। এরপর তায়িব তাহির ও সালমান আলি আগা দ্রুত ফিরেছেন। তাতে আবারো ব্যকফুটে চলে যায় পাকিস্তান।

শেষদিকে খুশদিল শাহ ও নাসিম শাহ ফিনিশিং দেওয়ার চেষ্টা করেন। খুশদিল ৩৯ বলে করেছেন ৩৮ রান। আর নাসিমের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ১৪ রান।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!