খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর
  সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
  দুর্নীতি ও আমলাতন্ত্র দেশে ব্যবসায় পরিবেশ নিশ্চিতের অন্যতম বাধা : সিপিডি
  সাবেক স্পিকার শিরীন শারমিন ও তার স্বামীর পাসপোর্টের আবেদন স্থগিত

পাইকগাছা উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ ও বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জমা

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে বুধবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে আ’লীগ ও বিএনপি থেকে দুই প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ২৬ সেপ্টেম্বর যাচাই বাছাই, ৩ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহরের শেষ তারিখ এবং ২০ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে দুই প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদী।

নির্বাচনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সকাল থেকে ভারী বৃষ্টি উপেক্ষা করেও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে স্ব-স্ব প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র সহকারী রিটার্নিং অফিসার ও পাইকগাছা উপজেলা নির্বাচন অফিসার কামালউদ্দীন আহম্মেদ এর নিকট জমা দেন। দুপুরে প্রথমে আ’লীগ মনোনীত প্রার্থী পাইকগাছা উপজেলা সভাপতি আনোয়ার ইকবাল মন্টু ও পরে বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তাদের মনোনয়ন পত্র জমা দেন।

মনোনয়ন পত্র জমা দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আ’লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু জানান, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং বর্তমান এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু ও সাবেক এমপি এড. সোহবার আলী সানা এবং সদ্য প্রয়াত সাবেক এমপি এড. শেখ মোঃ নূরুল হকের সময়কালের উন্নয়ন কর্মকান্ডের কথা বিবেচনা করে ভোটাররা তাকে বিপুল ভোটে জয়ী করবে। আনোয়ার ইকবাল মন্টু জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী।

আ’লীগ মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থী ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি এড. সোহরাব আলী সানা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান মোড়ল, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আনোয়ার জাহিদ রবিন, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, আ’লীগ নেতা শেখ বেনজির আহমেদ বাচ্চু, বিভূতি ভূষন সানা, জিএম ইকরামুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, এসএম রেজাউল হক, কৃষ্ণপদ মন্ডল, প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, যুবলীগনেতা শেখ শহীদ হোসেন বাবুল, অহেদুজ্জামান মোড়ল, এড. শেখ আবুল কালাম আজাদ, জগদীশ চন্দ্র রায়, দীপংকর মন্ডল, মানবেন্দ্র মন্ডল, মফিজুল ইসলাম, ইদ্রিসুর রহমান, আব্দুল গফফার মোড়ল, সালাউদ্দীন কাদের, কবির উদ্দীন, নাজমা কামাল, শেখ জুলি, ফাতেমা তুজ জোহরা রুপা, শওকত হাওলাদার, ছাত্রলীগনেতা এসএম মশিয়ার রহমান, রায়হান পারভেজ রনি, রমজান সরদার, রাশেদুজ্জামান রাসেল, শাহীন শাহ বাদশা, অহিদুজ্জামান, সৌরভ গাইন, আব্দুর রহিম, রসুল গাজী, মাহবুবুর রহমান নয়ন, আব্দুল্লাহ আল-মামুন।

অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ তার প্রতিক্রিয়ার জানান, নির্বাচনের পরিবেশ ও বর্তমানে আইন শৃংখলা পরিস্থিতিও ভালো আছে। আমাদের নেতাকর্মীরা যদি ভোট কার্যে অংশগ্রহণ করতে পারে তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় প্রার্থী ছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক এড. জিএম আব্দুস সাত্তার, শেখ শামছুল আলম পিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, আসলাম পারভেজ, প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, শেখ ইমামুল ইসলাম, শেখ আনারুল ইসলাম, নাজির আহম্মেদ, আব্দুল মজিদ গোলদার, তুষার কান্তি মন্ডল, প্রণব মন্ডল, সেলিম রেজা লাকি, কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আবুল হোসেন, সাইফুল ইসলাম তারিক, শেখ গফুর, আতাউর রহমান, আবুল বাশার বাচ্চু, আছাদুজ্জামান কাগুজি, সুজিত মন্ডল, সরদার তোফাজ্জেল হোসেন, আছাদুজ্জামান ময়না, আনোয়ারুল কাদির, মফিকুল ইসলাম টাকু, আবু মুছা, মেসের আলী সানা, আবু হানিফ, কলিঙ্গ রাজ, হাবিবুর রহমান, সায়েদ আলী বাবলা, কাজী সিরাজ, মোঃ কামরুল ইসলাম, সরদার জুয়েল, বাদল মোড়ল, শাহ আলম, ইসরাফিল আহমেদ, নাজমুল হুদা মিন্টু, সাধু চয়ন বিশ্বাস, মোস্তাকিম গাজী, আবু ইসহাক, আব্দুল হাকিম, বাবুল সরদার, সুমন গাজী, শহীদ, নূর আলী গোলদার, আমিনুর রহমান, মিনারুল ইসলাম, সজিব আক্তার সাগর, আব্দুল কুদ্দুস, ওসমান গাজী ও মনিরুল ইসলাম।

এদিকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার কামালউদ্দীন আহম্মেদ জানিয়েছেন, নির্বাচনী পরিবেশ খুবই ভালো রয়েছে। এখনও পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হবে। নির্বাচনে মোট ভোট কেন্দ্র ৭৯ টি এবং বুথ সংখ্যা ৫৭২ টি। পুরুষ ভোটার এক লাখ দশ হাজার ৫৬৪ ও মহিলা ভোটার এক লাখ নয় হাজার ৫২২ জন। মোট ভোটার দুই লাখ উনিশ হাজার ৭১৬।

উল্লেখ্য, গত ১৭ জুলাই উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলে চেয়ারম্যানের পদটি শূন্য হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!