বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পাইকগাছা উপজেলা কমিটির সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন এর শ্বশুর বিশিষ্ঠ কবি, শিল্পী অবঃ শিক্ষক সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাশিবাটি গ্রামের সন্তোষ কুমার বিশ্বাস (৮০) শুক্রবার রাত ১০টা ১৫ মিনিটে সাতক্ষীরার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। তিনি দীর্ঘদিন যাবত নানান জটিল রোগে ভুগছিলেন। তার ২ ছেলে, ১ কণ্যা সন্তান ও নাতি নাতনিসহ বহু গুণগ্রাহী আত্মীয় স্বজন রয়েছে।
শনিবার দুপুরে কালিগঞ্জের নলতা কাশিবাটি গ্রামের মহাশ্মাশানে তার অন্তেষ্ঠিক্রিয়া সম্পন্ন হয়েছে। এদিকে সন্তোষ কুমার বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ঐক্য পরিষদের জেলা সভাপতি বিমান বিহারী রায় অমিত, সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাস, সহ-সভাপতি এড. অজিত কুমার মন্ডল, পাইকগাছা উপজেলা কমিটির সভাপতি রবীন্দ্র নাথ রায়, পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি সমীরন সাধু, সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ঐক্য পরিষদের পৌর সভাপতি সন্তোষ কুমার সরদার, সাধারন সম্পাদক দেবব্রত রায় দেবু, মনোহর চন্দ্র সানা, প্রাণ কৃষ্ণ দাশ, মুরারী মোহন সরকার, হেমেশ চন্দ্র মন্ডল, প্রনব কান্তি মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, বিমল কৃষ্ণ পাল, গৌতম মন্ডল, অখিল মন্ডল, দিপংকর মন্ডল, রবি শংকর মন্ডল, এড. পীযুষ কান্তি সরকার, চিত্ত রঞ্জন বাছাড়, অনিতা রানী মন্ডল, সাংবাদিক প্রমথ রঞ্জন সানা ও বিভাসেন্দু সরকার, রিংকু রায়, অনাথ বন্ধু সরদার, শংকর দেবনাথ, তপন বাইন, কৌস্তভ রঞ্জন সানা, এড. চিত্ত রঞ্জন সরকার প্রমুখ।
অনুরুপ বিবৃতি দিয়েছেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এড. এফএমএ রাজ্জাক ও সাধারন সম্পাদক এম মোসলেম উদ্দীন
আহমেদসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
খুলনা গেজেট/এনএম