খুলনার পাইকগাছায় বাথরুমের সেপটিক ট্যাংকে পড়ে কামরুল নামের ষাটোর্ধ এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ মার্চ) দুপুরে উপজেলার চাঁদখালী বাজারে এ ঘটনা ঘটে।
মৃত কামরুল ইসলাম (৬০) চাঁদখালী আবাসন প্রকল্পের বাসিন্দা হাতেম মোল্ল্যার ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার চাঁদখালী মাংস বাজারের জবাইকৃত হাঁস, মুরগি পরিচ্ছন্ন করে দীর্ঘ দিন যাবত তার সংসার চালাতো। প্রতিদিনের ন্যায় সোমবার দুপুর ১ টার দিকেও তিনি একটি হাঁসের উচ্ছিষ্ট ফেলতে বাজারের পাশের ভাগাড়ের উদ্দেশ্যে রওনা দেন। এরপর বাজারের বাথরুমের ট্যাংকের উপর দিয়ে যেতে গিয়ে ঢাকনা ভেঙ্গে ভেতরে পড়ে যায়।
তাৎক্ষণিক ঘটনার প্রত্যক্ষদর্শী জনৈক গৃহবধু বাজারে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে লোকজনের উপস্থিতির আগেই ট্যাংকের ভেতরে পরিচ্ছন্নতাকর্মী কামরুলের মৃত্যু হয়।
খুলনা গেজেট/ টি আই