ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে সরকারি গাছ কেটে নেওয়ার অপরাধে খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ১৬ ডিসেম্বর ইউনিয়ন ভূমি কর্মকর্তা লতিফা খাতুন বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা দায়ের করেন।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গত বুধবার চিত্তরঞ্জনের নেতৃত্বে একদল লোক ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভবনের পাশ থেকে পাঁচ থেকে সাতটি মেহগনিগাছ কেটে নেয়। এসব গাছের কাঠ তারা স্থানীয় এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘গাছ কাটার সময় বাধা দিলে চেয়ারম্যান আমাদের হুমকি দেন। পরে বিষয়টি ইউপি ভূমি কর্মকর্তাকে অবগতি করা হয়।’
লতা ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা লতিফা খাতুন জানান, গাছ কাটার ঘটনা শুনে ইউএনওকে জানাই এবং গাছগুলো উদ্ধার করি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফি মুঠোফোনে খুলনা গেজেটকে বলেন, গাছ কাটার মামলায় গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।
খুলনা গেজেট / এআর