খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নে মদ্যপানে এক তরুণ মারা গেছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দুই জন।
নিহত তরুণের পারিবারিক সূত্র জানায়, শনিবার মদ্যপানের পর বিকেলে ৩ জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে এক তরুণ রবিবার (২২ নভেম্বর) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মৃতব্যক্তি উপজেলার খড়িয়া গ্রামের বিকাশ হালদারের ছেলে নবদীপ হালদার(২৫)। অসুস্থ নবকুমার বার্ণাজী (২২) ও পার্থ প্রতীম চক্রবর্তী (৩০) নামের দুই তররুণকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের বাড়ি উপজেলার সরল গ্রামে।
জানতে চাইলে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফি খুলনা গেজেটকে বলেন, খবর পেয়ে পুলিশ ওই কিশোরের বাড়ি গিয়েছিল। তিনি জানান, অ্যালকোহল খাওয়ার পর সে অসুস্থ হয়ে পড়েছিল, এ কারণে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে অভিযোগ না থাকায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
স্থানীয়রা জানান, মদ্যপানের পর সে অসুস্থ হয়ে পড়েছিল। এ বিষয়ে অভিযোগ না থাকায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। শনিবার বিকেলে ওই ৩ জন মদপান করেন। এর পর তারা অসুস্থ হয়ে পড়েন।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতিশ চন্দ্র গোলদার খুলনা গেজেটকে বলেন, অনেক ক্ষেত্রে ভেজাল ও অতিরিক্ত মদ্যপানের কারণে বিষক্রিয়া ঘটে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
খুলনা গেজেট /এমএম