খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে ৭ জনকে জরিমানা

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালত পৌর সদরের বিভিন্ন ঔষধের দোকান ও ইউনানী দাওয়াখানায় অভিযান পরিচালনা করে ১৫ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী মঙ্গলবার দুপুরে পৌর সদরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

এ সময় লাইসেন্স না থাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা এবং বিক্রয় নিষিদ্ধ ঔষধ রাখার অপরাধে পাইকগাছা ইউনানী দাওয়াখানাকে ৪ হাজার টাকা, তফেল ঔষাধালয়কে ৫ হাজার টাকা, রোহিত ফার্মেসী ২ হাজার, তাসিন ফার্মেসী ২ হাজার ও এস কে ফার্মেসীকে ২ হাজার টাকা এবং মাস্ক ব্যবহার না করায় মটর সাইকেল চালক ও আরোহীকে ৪’শ টাকাসহ সর্বমোট ১৫ হাজার ৪’শত টাকা জরিমানা এবং মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন প্রকারের ঔষধ জব্দ করে আদালত। পরে জব্দকৃত বিভিন্ন ঔষধ বিনষ্ট করে দেয় আদালত। এ সময় আরো উপস্থিত ছিলেন ড্রাগ সুপার মনির উদ্দীন আহম্মেদ, এসআই পলাশসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!