পাইকগাছায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনী অনুষ্ঠান বুধবার সকালে উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে অনুষ্ঠিত হয়। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এ প্রদর্শনীর আয়োজন করে।
উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ বিষ্ণুপদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী, ওসি এজাজ শফী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি সম্প্রসারণ অফিসার সুজিত মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতীম রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, উপজেলা যুবলীগের সভাপতি শেখ আনিছুর রহমান মুক্ত।
উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা কেএম তৈয়েব আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা এসএম কামরুল আবেদীন ও মোঃ তরিকুল ইসলাম। প্রদর্শনীতে ২৬ জন খামারী ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রদর্শন করে। যার মধ্যে ৩ জনকে সেরা প্রদর্শনকারী খামারী হিসেবে পুরষ্কার প্রদান করা হয়।
খুলনা গেজেট/এমআর