প্রধানমন্ত্রী ও আ’লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন উপলক্ষে পাইকগাছায় আ’লীগ ও উপজেলা প্রশাসন পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে। সোমবার সকালে উপজেলা দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু।
সাধারন সম্পাদক জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু’র পরিচালনায় সভায় বক্তৃতা করেন জেলা আ’লীগ নেতা ও বিএমএর দপ্তর সম্পাদক ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরন সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, রুহুল আমীন বিশ্বাস, আব্দুল মজিদ গোলদার ও কে এম আরিফুজ্জামান তুহিন, আওয়ামীলীগ নেতা শেখ বেনজীর আহম্মেদ বাচ্চু, শেখ ইকবাল হোসেন খোকন, এস এম রেজাউল হক, প্রভাষক ময়নুল ইসলাম, জি এম ইকরামুল ইসলাম, বিজন বিহারী সরকার, পঞ্চানন সানা, আরশাদ আলী বিশ্বাস, হেমেশ চন্দ্র মন্ডল, নির্মল চন্দ্র অধিকারী, এড. পিযুষ কান্তি সরকার, বিভুতি ভুষন সানা, শংকর দেবনাথ, স্নেহেন্দু বিকাশ, কৃষ্ণপদ মন্ডল, নির্মল বৈদ্য, মঙ্গল মন্ডল, মিজানুর রহমান, তৃপ্তি রঞ্জন সেন, সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, শেখ শহীদ হোসেন বাবুল, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, গৌরাঙ্গ মন্ডল, সাইদুর রহমান কালাই, এড. শেখ আবুল কালাম আজাদ, মাছুমা খাতুন, মানবেন্দ্র মন্ডল, পরেশ মন্ডল, বাবুলাল বিশ্বাস, মৃনাল হাজরা, ওয়াহিদুজ্জামান, বিমাল পাল, ছাত্রলীগ নেতা এস এম মশিয়ার রহমান, রায়হান পারভেজ রনি ও সাব্বির হোসেন। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ হেকমত হোসেন।
অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে পাইকগাছার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশনায় সোমবার বাদ জোহর উপজেলার সকল মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া এবং সন্ধ্যায় মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী উপজেলা পরিষদ জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া’য় অংশগ্রহণ করেন। এ সময় উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম ও পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ শামছুদ্দীন।
খুলনা গেজেট/এনএম