খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে টিসিবি’র কার্ড সংশোধন ও যাচাই-বাছাই নিয়ে বাক-বিতন্ডায় জড়িয়ে দু’পুরুষ ও মহিলা ইউপি সদস্য’র মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সংরক্ষিত নারী ইউপি সদস্য সখিনা বিবির অভিযোগ, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য রবীন্দ্রনাথ অধিকারী ও তার সাথে থাকা জয়দেব ঠাকুর তাকে চেয়ার ছুড়ে মেরেছে। এ ঘটনায় সখিনা বিবি ১১ আগস্ট (শুক্রবার) বিকেলে রবীন্দ্রনাথ অধিকারীসহ ২ জনের বিরুদ্ধে পাইকগাছা থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযোগে কপিলমুনি ইউপির ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য ছখিনা বিবি জানান, শুক্রবার (১১ আগস্ট) সকালে কপিলমুনি সদর ৪নং ওয়ার্ড ইউপি সদস্য রবীন্দ্রনাথ অধিকারী তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে বসে টিসিবি’র কার্ড সংশোধনের কথা বলে উপকারভোগীদের কাছ থেকে জনপ্রতি খরচ বাবদ ৫০-১০০ টাকা হারে নিয়ে আবেদনপত্রে স্বাক্ষর করছিলেন।
এসময় উপকারভোগীদের অনেকেই বলেন, মহিলা মেম্বর জনপ্রতি ২০ টাকা নিচ্ছেন কিন্তু তার ৫০ টাকা নেওয়ার কারণ জানতে চান। এসময় তিনি তাদেরকে আবেদনপত্রে স্বাক্ষর না করে শুধুমাত্র সিল দিয়ে মহিলা সদস্য’র কাছে পাঠিয়ে দেন।
ছখিনা বিবির অভিযোগ, তিনি রবীন কাকার অফিসে গিয়ে আবেদনপত্রে স্বাক্ষরবিহীন সিল দেওয়ার কথা বলা মাত্রই তাকে গালিগালাজ শুরু করেন। বাক্-বিতন্ডার এক পর্যায়ে তিনি তার উপর চেয়ার ছুঁড়ে মারেন বলেও অভিযোগ তার।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য রবীন্দ্রনাথ অধিকারীর কাছে জানতে চাইলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অসত্য দাবি করে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
উল্টো মহিলা ইউপি সদস্য ছখিনা বিবির বিরুদ্ধে কার্ড করে দেয়ার কথা বলে অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন বলে অভিযোগ করেন। ঘটনার প্রতিবাদ করায় তিনি তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে এমনতর অভিযোগ করছেন বলেও মন্তব্য তার।
এ ব্যাপারে কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দারের ফোন বন্ধ থাকায় তার প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে পাইকগাছা থানা অসির ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, মহিলা ইউপি সদস্যের অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এনএম