খুলনার পাইকগাছায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেছেন, ‘উপকূলীয় এলাকার সম্ভাবনাময় একটি উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্ব পেয়ে আমি গর্বিত এবং আনন্দিত। এখানে প্রাকৃতিক দুর্যোগসহ নানা সমস্যা যেমন রয়েছে আবার কাজ করারও অনেক সুযোগ আছে। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার পাশাপাশি অত্র এলাকার উন্নয়ন এবং সরকারি সকল সেবা প্রতিটি মানুষের কাছে পৌছে দিতে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। সেবা নিতে কিংবা যে কোন প্রয়োজনে সকলের জন্য আমার দুয়ার খোলা থাকবে।’
তিনি বলেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে বলেন সাংবাদিকরা সমাজের দর্পন।’ সাংবাদিকরা যেমন মানুষের আস্থার জায়গা তেমনি রাষ্ট্র এবং মানুষের প্রতি সাংবাদিকদেরও অনেক দায়বদ্ধতা রয়েছে। তিনি অনুমান নির্ভর তথ্য প্রকাশ থেকে বিরত থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।
বুধবার সকালে পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকরা সৌজন্য সাক্ষাত করতে গেলে ইউএনও খালিদ হোসেন এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম,পাইকগাছা প্রেসক্লাব এর সভাপতি এড. এফএমএ রাজ্জাক, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, জিএ গফুর, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন সোহাগ, বাবুল আক্তার, এমআর মন্টু, বি সরকার, নজরুল ইসলাম, ইমদাদুল হক, প্রমথ রঞ্জন
সানা, আলাউদ্দীন রাজা, আব্দুর রাজ্জাক বুলি ও অমল মন্ডল।
খুলনা গেজেট/এনএম