জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষ্যে পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট এবং দুই দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ’র নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত পাইকগাছা বাজারে জবা এন্ড বাধন স্টোর এবং সাধু স্টোরে ঝটিকা অভিজান পরিচালনা করেন।
এসময় অবৈধ কারেন্ট জাল মজুদ করে বিক্রির দায়ে দোকান মালিক বাবলু সাধু ও চিরঞ্জিত সাধুকে মৎস সংরক্ষণ আইনের ৪ এর (ক) ধারায় এক হাজার পাঁচ শত টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করে আদালত। পরে জব্দকৃত কারেন্ট জাল শিবসা নদীর ধারে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা টিপু সুলতান, সেনেটারি ইনেন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় মন্ডল, শেখ রবিউল ইসলামসহ অন্যান্যরা।