খুলনার পাইকগাছায় পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান নামে ১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে উপজেলার দেবদুয়ার এলাকায় এ ঘটনাটি ঘটে।
শিশু রহমান উপজেলার দেবদুয়ার গ্রামের বরকত সানার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার সকাল ১০ টার দিকে শিশুটির মা তাকে বাড়িতে রেখে পুকুরে কাপড় ধুতে যান। এরপর সকলের অগোচরে শিশুটি যে কোনভাবে বাড়ীর পাশে পুকুরে পড়ে যান। শিশুটির মা কাজ শেষে বাড়িতে ফিরে তাকে কোথাও দেখতে না পেয়ে বাড়ির পাশের পুকুরে নেমে খুঁজতে থাকেন। একপর্যায়ে পুকুর থেকে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান বলেন, শিশুটির সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বশেষ ঘটনায় নিহত শিশুটির চাচা বাদী হয়ে থানায় একটি জিডি করেছেন।
খুলনা গেজেট/এএজে