খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

পাইকগাছায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং অভিযানে জরিমানা

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলা সদরের বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং অভিযানে ভ্রাম্যমাণ আদালত ৪ টি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা ও পৌর সদরের কাঁচাবাজার, চাউল পট্টি, মুদি দোকান, মাছ-গোশত মার্কেটসহ বিভিন্ন দোকানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মনিটরিং অভিযান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম।

অভিযানে দোকানে যথাযথ মূল্যতালিকা প্রদর্শন না করা, খাদ্যদ্রব্য বিক্রয় ও ক্রয় রশিদ সংরক্ষণ না করার অপরাধে ৪ টি প্রতিষ্ঠানের ব্যবসায়ীকে মোট এক হাজার শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. হাসিবুর রহমান, পেশকার আনিছুর রহমান, আনসার ও পুলিশ সদস্যরা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!