খুলনা, বাংলাদেশ | ২৩ মাঘ, ১৪৩১ | ৬ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  এবার খুলনা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে শেখ মু‌জিবের ম‌্যুরাল ভাং‌চুর কর‌ছে ছাত্ররা
  ব্যাপক ভাঙচুরের পর ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে আগুন

পাঁচ জলদস্যু আটক, উদ্ধার ৪

গেজেট ডেস্ক

চট্টগ্রাম-হাতিয়া চ্যানেলের জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে জলদস্যু কামাল বাহিনীর প্রধান কামালসহ ৫ জনকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে র‍্যাব। এ সময় অপহৃত ৪ জন ভিকটিমকেও উদ্ধার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, ৭২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে চট্টগ্রাম-হাতিয়া চ্যানেলের জেলেদের অপহরণ ও মুক্তিপণ আদায়ের অপরাধে জলদস্যু কামাল বাহিনীর প্রধান কামালসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় অপহৃতদের উদ্ধার ও একটি নৌকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, বুধবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানাবেন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম ইউসুফ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!