করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর ২৬ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ অবস্থায় যতবার তার নমুনা পরীক্ষা করা হয়েছে, ততবারই ফলাফল পজিটিভ এসেছে। তবে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।
গত বুধবার পঞ্চমবারের মতো রিজভীর করোনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার ফলাফল পজিটিভের কথা জানান চিকিৎসক। ১৬ মার্চ করোনা পজিটিভ হওয়ার পরের দিন স্কয়ার হাসপাতাল ভর্তি হন তিনি। ১ এপ্রিল অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিউতে নেওয়া হয়। গতকাল পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন আছেন রিজভী।
আজ শনিবার বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘রুহুল কবির রিজভীর এ পর্যন্ত যতবার তার নমুনা পরীক্ষা করা হয়েছে, ততবারই করোনা পজিটিভ ফলাফল এসেছে। এক্সরে রিপোর্টে দেখা গেছে, তার ফুসফুস আক্রান্ত হয়েছে। আইসিসিউতে হাইফ্লো অক্সিজেনে থাকায় সিটিস্ক্যান করা যাচ্ছে না। এটা করা গেলে ফুসফুসের সর্বশেষ অবস্থা বোঝা যাবে।’
পরিবারের সদস্যরা জানান, এ পর্যন্ত পাঁচবার নমুনা পরীক্ষা করা হয়েছে। পাঁচবারই রিজভীর করোনা পজিটিভ ফল পাওয়া গেছে। চিকিৎসকদের বরাত দিয়ে পরিবারের সদস্যরা জানান, করোনায় রিজভীর ফুসফুসের ৫০ শতাংশ আক্রান্ত হয়েছে। তবে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন।
রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার চিকিৎসকদের বরাত দিয়ে জানান, রিজভীর শারীরিক অবস্থা ধীরেধীরে উন্নতি হচ্ছে। জ্বর নেই, কাশিও কমেছে। আইসিইউতে আছেন রিজভী। তার অক্সিজেন স্যাচুরেশন ৯৫ শতাংশ ওঠা-নামা করছে। বাকিগুলো অপরিবর্তিত রয়েছে। তার অক্সিজেন সাপোর্ট এখনো লাগছে।
খুলনা গেজেট/এমএইচবি