খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীর হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু

পশ্চিমবঙ্গ বিধান সভা নির্বাচনে মিম ৭০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে

কলকাতা প্রতিনিধি

চলতি বছরে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মিম মুসলিম অধ্যুষিত ৭০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এক ঝটিকা সফর শেষে একথা জানান মিমের সর্বভারতীয় সভাপতি সাংসদ-ব্যারিস্টার সৈয়দ আসাদউদ্দিন ওয়াইসি।

তিনি বলেন, ফুরফুরা শরীফের তরুণ পীরজাদা আব্বাস আলি সিদ্দিকীকে সামনে রেখে আমরা পশ্চিমবঙ্গ বিধান নির্বাচনে লড়ব। আমরা আশাবাদী যে, আমরা সফল হব। আমরা জয়ী হব।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সৈয়দ আসাদউদ্দিন ওয়াইসি বলেন, কেউ কেউ আমাদেরকে বিজেপির বি-টিম বলছে। আমরা এই মন্তব্যের তীব্র বিরোধিতা করছি। আমরা এ- টিম। আমরা সেই দল যারা সংসদে সংখ্যালঘু ও পিছিয়ে পড়া মানুষের জন্য সরব হই। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মিম ছিল না। তাহলে পশ্চিমবঙ্গে ১৮ টি লোকসভা আসনে বিজেপি জিতলো কীভাবে? তৃণমূলের নেতারা এতটাই দুর্নীতিগ্রস্ত যে, তারা সিবিআই থেকে রেহাই পেতে বিজেপিতে চলে যাচ্ছেন। তারাই দল বদল করে সব তৃণমূলের কতটা ক্ষতি করছেন আগে সেটার মূল্যায়ন হওয়া দরকার।

এদিকে পীরজাদা আব্বাস সিদ্দিকী বলেন, পশ্চিমবঙ্গে আগামী দিনে মিমের নেতৃত্বে আরো একটি জোট হতে চলেছে। আমরা সংখ্যালঘু-আদিবাসী-দলিতদের জন্য সরব হব। আমাদের এই পীরমহলে সব সম্প্রদায়ের মানুষ আসেন।

ব্যারিস্টার সৈয়দ আসাদউদ্দিন ওয়াইসির পশ্চিমবঙ্গে এই ঝটিকা সফর অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। মিম বিধানসভি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে শাসক তৃণমূলের ক্ষতি হবে। ধর্মনিরপেক্ষ শক্তির ক্ষতি হবে। সুবিধা পাবে বিজেপি।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!