দিল্লির কৃষক আন্দোলনকে উজ্জীবিত করতে এবার পশ্চিমবঙ্গ থেকে দিল্লি অভিযান করা হবে বলে সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতির পক্ষ থেকে জানানো হল। এই অভিযানে ছাত্র-যুব-মহিলা-কৃষক-শ্রমিক সবাই অংশগ্রহণ করবেন বলে সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কার্তিক পাল জানান।
তিনি বলেন, বিজেপি সরকার অনেক প্রলোভন ও টালবাহানা করে দিল্লির আন্দোলনকে বানচাল করতে চেয়েছিল। কিন্তু তাদের কোনো কৌশল কাজে লাগেনি।বরং দিল্লিকে অনুসরণ করে সারা দেশে অন্ততপক্ষে চারশ’ স্থানে ধর্না-অবস্থান হচ্ছে কৃষি আইন বাতিলের দাবিতে। পাঞ্জাবের কৃষকদের উপর এন আই এ সমন জারি করেও কৃষকদের মনোবল ভাঙতে পারেনি বিজেপি সরকার।পশ্চিমবঙ্গ দিল্লি অভিযান করলে পৃর্ব ভারতের বিহার-ঝাড়খণ্ড-ওড়িশার কৃষকরাও সামিল হবেন। কৃষক-আন্দোলনের মাত্রা আরো বাড়বে।
এদিকে পশ্চিমবঙ্গে কৃষি আইন বাতিলের দাবিতে অন্তত ২৩ টি জেলাতেই বিক্ষোভ ও ধর্না অবস্থান করছে সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতি। বুধবার থেকে শুক্রবার অর্থাৎ ২২ জানুয়ারি পর্যন্ত কলকাতার ধর্মতলার রানীরাসমণি রোডে টানা সমাবেশ হবে। সেখানে সতেরোটি বামপন্থী দল ও কংগ্রেস সামিল হবে। এছাড়া কৃষক-শ্রমিক-ছাত্র-যুব মহিলা-খেতমজুর সংগঠনগুলি সামিল হবে। ২৩ জানুয়ারি নেতাজীর জন্মদিন দেশপ্রেম ও বীরত্ব দিবস হিসাবে পালন করা হবে এবং তার নামে শপথ নিয়ে আন্দোলন আরো চাঙ্গা করা হবে। ২৬ জানুয়ারি কৃষক-খেতমজুররা সারা দেশে কিষাণ প্যারেড করবে লাঙল ও ট্রাক্টর সঙ্গে নিয়ে।
খুলনা গেজেট/এনএম