খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে ৩০ ঘণ্টা যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
  নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ
  জনগণই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে : মির্জা ফখরুল
  আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সর্বোত্তম: প্রধান উপদেষ্টা

পর্ণো ভিডিও সরবারহের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, সরঞ্জাম জব্দ

 নিজস্ব প্রতিবেদক

পর্ণো ভিডিও সরবারহের অভিযোগে র‌্যাব ৬ এর একটি অভিযানিক দল দু’যুবককে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) তাদের রূপসা উপজেলার বাগমারা এলাকা থেকে গ্রেপ্তার করে তারা। এ সময় তাদের কাছ থেকে পর্ণো সরবরাহ কাজে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস উদ্ধার করে র‌্যাবের এ অভিযানিক দলটি। তাদের দু’জনের বিরুদ্ধে রূপসা থানায় পর্ণোগ্রাফী আইনে মামলার প্রস্তুতি চালছিল বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতরা হলো, রূপসা উপজেলার বাগামারা এলাকার মো: মজিবর শেখের ছেলে মো: রবিউল ইসলাম শেখ ও একই এলাকার মো: আজমল হোসেনের ছেলে মো: মহিদুল ইসলাম শেখ।

র‌্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে আট টার দিকে র‌্যাবের একটি অভিযানিক দল মাদক দ্রব্য উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারের লক্ষে রূপসা উপজেলার বাগমারা এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বাগামারা এলাকার আব্দুর রবের ও সিগমা মোড়ে মা টেলিকম থেকে বিভিন্ন শ্রেণির পেশার মানুষের নিকট পর্ণো ভিডিও সরবরাহ করা হচ্ছে। এমন সংবাদে পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে সেখান থেকে মো: রবিউল ইসলাম শেখ ও মো: মহিদুল ইসলাম শেখকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, দু’টি কম্পিউটার সেট, পাঁচটি মোবাইল সেট, মেমরী কার্ড ও সাতটি সিম জব্দ করেছে র‌্যাব সদস্যরা।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!