খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত

পরীমণিকে নিয়ে যা বললেন তমা মির্জা

বিনোদন ডেস্ক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জা। বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তার অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমার প্রচারে। সম্প্রতি তারকাদের নিয়ে আয়োজিত একটি বেসরকারি টেলিভিশনের বিশেষ একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। সেখানেই নানান প্রসঙ্গে কথা বলেন তমা। আলোচনায় উঠে আসে চিত্রনায়িকা পরীমণির কথা।

চলতি বছরের শুরু থেকেই পরীমণির সংসারে ভাঙনের সুর। এটি আরও জোরালো হয় তার স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন নায়িকার ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায়। এর পরপরই রাজকে নিয়ে গণমাধ্যমে মুখ খোলেন পরী। জানান, নিজেদের দাম্পত্য কলহের কথা।

পরীর এই কথা বলাকে সমর্থন দিয়ে তমা বলেন, ‘আজকে যদি পরী কথা না বলে, কালকে আল্লাহ না করুক কিছু একটা যদি হয়ে যায়, তখন ব্লেমটা কিন্তু ওকেই নিতে হবে। মানুষ ওকেই সব ব্লেম দিবে।’

রাজ কিংবা পরী কারো পক্ষ নিচ্ছেন না জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি কিন্তু কারো পক্ষ বা বিপক্ষ নিয়ে কথা বলছি না। আজকে যদি আমার কোনো সম্পর্ক ভেঙে যায়, আমি যদি চুপ করে থাকি, যেহেতু আমি পাবলিক ফিগার। তখন মানুষ আমার দিকেই আঙুল তুলবে। যেটা পরী বলেছে যে, সে সংসার করতে পারেনি, সেই খারাপ। এই কথাগুলোই উঠবে তখন।’

এসব ব্যাপারে চুপ থাকলেও সমস্যা আবার মুখ খুললেও সমস্যা বলে মত দেন এ অভিনেত্রী। তার কথায়, ‘সম্পর্ক ভাঙার ক্ষেত্রে সেটা আমারও দোষ থাকতে পারে, আমার পার্টনারের দোষও থাকতে পারে। আমরা যখন বিষয়গুলো নিয়ে কথা না বলি, তখনো কিন্তু গালি আমাদেরকেই খেতে হয়। সো কথা বললেও প্রবলেম, না বললেও প্রবলেম।’

উল্লেখ্য, এবারের ঈদুল আজহায় মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় পা রাখতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ছবিতে তিনি তমার নায়ক চরিত্রে অভিনয় করবেন। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা ও রায়হান রাফী।

খুলনা গেজেট/এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!