খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

পরীক্ষায় নকল সরবরাহের দায়ে ২ জনকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

Coat

পরীক্ষা কেন্দ্রে নকল ফটোকপি সরবরাহের দায়ে ২ জনকে বিনাশ্রম কারাদণ্ড ও ৩ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রম্যমাণ আদালত। একই সাথে নকলে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। মঙ্গলবার বাগেরহাটের মোল্লাহাট ও চরকুলিয়া কেন্দ্র অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের এ দণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ও নিবার্হী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম

উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম বলেন, এসএসসি পরীক্ষায় নকল বিরোধী অভিযান পরিচালনাকালে কে আর কলেজ গেটের সামনে জাকির ফটোকপি এন্ড স্টুডিওতে গণিত পরীক্ষার নকল ফটোকপি করার অপরাধে দোকান মালিক টুটুল সরদারকে (৪০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে ব্যবহৃত ফটোকপি মেশিন ও জেনারেটর জব্দ ও বাজেয়াপ্ত করা হয়। এছাড়া অপরাধে জড়িত রহিম কাজীকে পাঁচ হাজার, অখিল বিশ্বাসকে দুই হাজার ৫০০ ও তানভীর আহমেদকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

অপরদিকে বাগেরহাট কালেক্টরেটের নিবার্হী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল সরবরাহকালে হাতেনাতে শেখ মেহেদী হাসানকে (২২) ২ বছর কারাদণ্ডসহ ২৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থ অনাদায়ে আরো একদিন কারাদন্ড দেয়া হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!