যুক্তরাষ্ট্রের পরমাণু কর্মসূচি ও সামরিক পরিকল্পনা সংক্রান্ত গোপন নথিসহ শত শত নথির অব্যবস্থাপনার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ৪৯ পৃষ্ঠার অভিযোগপত্রে ট্রাম্পের বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে গোপন নথিপত্র ফ্লোরিডার বাড়ির বলরুম ও গোসলখানায় রাখা এবং তদন্তকারীদের কাছে মিথ্যাচার।
ট্রাম্প নথি সংক্রান্ত তদন্তে বাধা দেয়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।
আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে থাকা ট্রাম্পের ভাষ্য, তিনি কোনো ধরনের ভুল করেননি।
ট্রাম্পের ব্যক্তিগত সহকারী ওয়াল্ট নটার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআইয়ের কাছ থেকে আড়াল করার উদ্দেশ্যে নথিপত্র সরানোর অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়।
ট্রাম্পই প্রথম সাবেক প্রেসিডেন্ট, যাকে কেন্দ্রীয় আইনে অভিযুক্ত করা হলো।
অভিযোগপত্রে বলা হয়, বিভিন্ন বাক্সে ট্রাম্প যেসব গোপন নথিপত্র রেখেছেন, সেগুলোতে যুক্তরাষ্ট্রের পরমাণু কর্মসূচি, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের প্রতিরক্ষা ও অস্ত্র সামর্থ্য, সামরিক হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সম্ভাব্য ঝুঁকির মতো বিষয় রয়েছে।
খুলনা গেজেট/এসজেড