বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক আমরা। আমাদের মনে রাখতে হবো স্বাধীন নাগরিক এর দায়িত্ব, কর্তব্য, ও অধিকার। আমার কোন কাজ না হলে আমি যেমন প্রতিবাদ করব, এটা যেমন আমাদের অধিকার। তেমনি আমি আমার কর্তব্য সঠিকভাবে পালন করি কিনা সেটাও দেখতে হবে।
তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরে আমরা প্রমাম করেছি বাংলাদেশ ব্যার্থ রাষ্ট্র নয়। পদ্মা সেতুর মাধ্যমে যে যোগাযোগ ব্যবস্থা স্থাপতি হলো এর মাধ্যমে খুলনা তার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে পারবে। সেই লক্ষেই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষ (বিডা) কাজ করে যাচ্ছে।
এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনীতির ৪০% বেসরকারী খাতের। বেসরকারী খাতকে অগ্রাহ্য করে দেশের উন্নয়ন সম্ভব না। বেসরকারি খাতকেও দেখতে হবে ব্যাক্তি ক্যান্দ্রিক চিন্তা করে সামগ্রিক চিন্তা করতে হবে। সোমবার খুলনার আভা সেন্টারে বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষ (বিডা)’র অনলাইন ওয়ান স্টপ সার্ভিস ব্যবস্থা হতে প্রদত্ত সেবা প্রদান বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষ মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিরুজ্জামান তালুকদার, আব্দুর রশীদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (ভূমি) খুলনা, এস এম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, শরীফ আতিয়ার রহমান, সিনিয়র সহ সভাপতি, খুলনা চেম্বার অব কমার্স। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জীবন কৃষ্ণ সাহা, পরিচালক, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। কর্মসভায় স্বাগত বক্তব্য রাখেন প্রনব কুমার রায়, পরিচালক, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষ (বিডা), খুলনা। কর্মশালার সভাপতিত্ব করেন, মোঃ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার। কর্মশালায় খুলনাঞ্চলের বিভিন্ন ব্যবসায়িকবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।
খুলনা গেজেট / আ হ আ