বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, স্বাধীনতা পরবর্তী সময়ে স্বৈরাচার, বিএনপি ও স্বাধীনতা বিরোধী মৌলবাদী জামায়াত-বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন দেশের দক্ষিন -পশ্চিমাঞ্চলের মানুষ সুবিধা বঞ্চিত ছিল। পদ্মাসেতু নির্মানের মধ্য দিয়ে সেই অবহেলিত দক্ষিনাঞ্চলের মানুষের ভাগ্যের দুয়ার খুলে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার(২৩ জুন) বিকেলে রেল রোডস্থ দলীয় বাগেরহাট জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ তন্ময় আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হলে দেশের মানুষের উন্নয়ন হয়না। সেই উপলদ্ধির জায়গা থেকে প্রধান মন্ত্রী বিদেশী সাহায্য ছাড়াই দেশীয় অর্থে পদ্মা সেতু নির্মান করেছে। পদ্মা সেতু নির্মানের ফলে দেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক বন্দর মোংলার আমুল পরিবর্তন ইতোমধ্যে লক্ষ করা যাচ্ছে। এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান বাড়ছে।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চুর সভাপতিত্বে শহরের অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, এসময় বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ফখরুল আলম সাহেব, ফিরোজুল ইসলাম, বাগেরহাট জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশের পূর্ব মুহুর্তে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রেলরোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়।
খুলনা গেজেট/ আ হ আ