খুলনা, বাংলাদেশ | ২০ আশ্বিন, ১৪৩১ | ৫ অক্টোবর, ২০২৪

Breaking News

  প্রধান উপদেষ্টার সাথে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সংলাপ চলছে, যমুনায় প্রবেশ করেছেন গণতন্ত্রমঞ্চ, হেফাজতে ইসলামীসহ বাম গনতান্ত্রিক জোটের নেতারা
  গাজীপুরের জিরানিতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

স্বপ্নের পদ্ম সেতু উদ্বোধন উপলক্ষে শনিবার (২৫ জুন) আনন্দঘন ও উৎসব মূখর পরিবেশে সাতক্ষীরায় আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসুচির পালন করা হয়েছে। সাতক্ষীরায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে,সাতক্ষীরার কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে পদ্মা উৎসব।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ থেকে শহরে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। র‌্যালিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।

পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সিভিল সার্জন ডাক্তার হুসাইন সাফায়াত, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম, জেলা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ ডাঃ আবুল কালাম বাবলা প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ স্কুল কলেজর শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জেলা তথ্য অফিসের আয়োজনে বড় পদ্মার মাধ্যমে পদ্মা সেতু উদ্বোধনের মূল পর্ব জনসাধারণকে দেখানো হয়।

এদিকে,পদ্মা সেতুর উদ্বোধনের সাথে মিলিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে বেসরকারি সংস্থা সুশীলনের উদ্যোগে ‘উপকূলবাসীর পদ্মা উৎসব’অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পদ্মা উপকূল উৎসবের কেক কাটা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি কালিগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালি ও আলোচনা সভা শেষে লোকজ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।

অপরদিকে,পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে জেলায় চায়ের দোকান থেকে শুরু করে সব শ্রেনী পেশার মানুষের মধ্যে এক ধরণের উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সকাল থেকে বসতবাড়ি এমনকি ব্যবসা প্রতিষ্ঠানে টিভিতে স্বপ্নের পদ্ম সেতু উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন সংশ্লিষ্টরা।

 

খুলনা গেজেট/ আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!