খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  ইসি গঠনে সার্চ কমিটির ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে প্রদান
  সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের তিন সহযোগী গ্রেপ্তার
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪
  যাত্রাবাড়িতে ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের সড়ক অবরোধ, সংঘর্ষে দুই পুলিশ আহত

পদ্মা সেতুতে টোল আদায়ে রেকর্ড, একদিনে চার কোটি ১৯ লাখ

গে‌জেট ডেস্ক

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল বৃদ্ধি পাওয়ায় রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে পরদিন শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময়ে এযাবৎকালের রেকর্ড চার কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে। পদ্মা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

দেওয়ান আব্দুল কাদের গণমাধ্যমকে বলেন, গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে পরদিন শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মাওয়া প্রান্তে যানবাহনের সংখ্যা ছিল ১৯ হাজার ৬৬৭টি। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০ টাকা। আর, জাজিরা প্রান্তে যানবাহনের সংখ্যা ছিল ১২ হাজার ৫৬টি। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।

এদিকে, মুন্সীগঞ্জ জোনের সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নাহিয়ান রেজা জানিয়েছেন—জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে গত ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ৮১ লাখ আট হাজার ১২০ টাকা। এ ছাড়া ধলেশ্বরী প্রান্ত দিয়ে ২৭ হাজার ৪০টি গাড়ি এবং ভাঙ্গা দিয়ে ২৪ হাজার ৮১টি গাড়ি পারাপার হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!